যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ সোমবার বিকেলে নির্বাচন ভবনে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ৩০০ আসনের নির্বাচন একসঙ্গে হবে। তখন ওই ৩০০ জায়গাতেই ‘মব’ ভাগ হয়ে যাবে। যাঁরা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করবেন, তাঁরা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, গুজব, কালোটাকা ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা করেন। সিইসি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত।
0 Comments